নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর এফডিসিতে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান’ শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি, সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি। এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে এবং সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। তবে রাজনৈতিক দলগুলো যদি হুন্ডা-গুন্ডা বা টাকার খেলায় মত্ত হয়, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে। লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য নয়, ছাত্ররা কোনো দলের লাঠিয়াল হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সংসদ নির্বাচনে আসনভিত্তিক ও আনুপাতিক উভয় পদ্ধতির সীমাবদ্ধতার কথাও তিনি উল্লেখ করেন।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে শালীন বক্তব্য দেওয়া উচিত। দলগুলোর বিভেদ ও মতবিরোধ বাড়তে থাকলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা তৈরি হবে। বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী দলগুলোর মধ্যে বিভেদের সুযোগ নিয়ে পরাজিত শক্তি অরাজকতা সৃষ্টি করতে পারে। তবে ১/১১ বা গৃহযুদ্ধের যে আশঙ্কা তোলা হচ্ছে, তা ভিত্তিহীন।
প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে পরাজিত করে বিজয়ী হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক সাইদুর রহমান, জাকির হোসেন লিটন ও মো. হুমায়ুন কবীর। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron