ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এক সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাম্প্রতিক পরিস্থিতিতে সেনা কর্মকর্তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।
সংকট মোকাবিলায় পেশাদারিত্বের আহ্বান
একাধিক সূত্র জানিয়েছে, সেনাপ্রধান সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন এবং গুজব ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, সেনাসদস্যরা যে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করছে, তা জাতি মনে রাখবে।
সভায় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, পাশাপাশি ঢাকার বাইরের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। সেনাপ্রধান বিশেষভাবে উল্লেখ করেন যে, রমজানে অনেক সেনাসদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি।
জাতিসংঘের প্রশংসা ও নির্বাচন প্রসঙ্গ
সেনাপ্রধান জানান, সম্প্রতি ঢাকা সফরে আসা জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ কাজের প্রশংসা করেছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসা হবে আমাদের বিজয়।’
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সেনাসদস্যদের ধন্যবাদ জানান এবং উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান। তার মতে, এতে উস্কানিদাতারাই লাভবান হবে।
গুজব ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্দেশনা
সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর দায়িত্ব সম্পর্কে সরকার ও জনগণ অবগত। বিভিন্ন মাধ্যমে নানা গুজব ছড়ানো হলেও দেশে জরুরি অবস্থা জারি হয়নি। তিনি সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন।
অপরাধের হার পূর্ববর্তী বছরের তুলনায় একই থাকলেও দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে তিনি জানান। এসব অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।
উগ্রপন্থা ও নিরাপত্তা সচেতনতা
উগ্রপন্থীদের সম্ভাব্য কার্যকলাপ রোধে সতর্ক থাকার আহ্বান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না।
সোমবার রাতে এ সভা প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এটি একটি নিয়মিত সভা, যেখানে সেনাপ্রধান সবাইকে ঈদের শুভেচ্ছাও জানিয়ে ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron