সেনাবাহিনীকে ‘প্রকৃত যুদ্ধের প্রস্তুতি’ নিতে নির্দেশ কিম জং উনের

print news
img

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর সেনাবাহিনীকে ‘প্রকৃত যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত’ থাকার নির্দেশ দিয়েছেন। দেশটির আর্টিলারি ইউনিটের একটি গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণকালে এই নির্দেশ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

বৃহস্পতিবার কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে (KCTV) প্রচারিত ভিডিওতে দেখা যায়, সৈন্যরা সাগরের দিকে গোলাবর্ষণ করছেন এবং কিম একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে দূরবীন দিয়ে তা পর্যবেক্ষণ করছেন। তাঁর পাশে ছিলেন সামরিক বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা। তবে মহড়াটি কোথায় হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

কিম জং উন বলেন, “সেনাবাহিনীকে এমনভাবে প্রস্তুত থাকতে হবে যেন যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষকে ধ্বংস করা যায়।”

এই মন্তব্য এমন এক সময় এল, যখন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। পশ্চিমা গোয়েন্দা সূত্র অনুযায়ী, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১০ হাজারের বেশি সেনা, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়ার এধরনের মহড়া এবং কিমের বক্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

সূত্র: ফ্রান্স২৪, আনাদোলু এজেন্সি, দ্য স্ট্রেইটস টাইমস, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *