সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বৃদ্ধি

print news
img

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রবিবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই ক্ষমতা ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, আগামী দুই মাস সেনাবাহিনীর নির্ধারিত কর্মকর্তারা দেশের যে কোনো স্থানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম-পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তা, যারা কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত, তারাও একইভাবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

নির্দিষ্টভাবে, কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এই ক্ষমতার আওতায় সেনা কর্মকর্তারা জননিরাপত্তা নিশ্চিত, দাঙ্গা দমন, অবৈধ জমায়েত নিয়ন্ত্রণ, অবৈধ বস্তু জব্দ এবং জরুরি আইন প্রয়োগ করতে পারবেন।

চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও নির্বাচনী প্রস্তুতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে জরুরি আইনশৃঙ্খলা ব্যবস্থার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *