গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানাতে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী গণজমায়েত ‘মার্চ ফর গাজা’। আয়োজক প্ল্যাটফর্ম ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচির আয়োজন করেছে। বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে এই কর্মসূচি।
যদিও আনুষ্ঠানিক সময় শুরু হওয়ার কথা ছিল বিকেলে, তবে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল আসতে শুরু করেছে। সকাল সাড়ে ১০টার মধ্যেই কয়েক হাজার মানুষ সমবেত হয়েছে উদ্যানে। সমাবেশস্থলের বড় অংশ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অনেকের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজের পতাকা, ফিলিস্তিনের পতাকা ও বর্ণাঢ্য প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল বিভিন্ন প্রতিবাদী স্লোগান।
এই কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরির পাশাপাশি মানবিক সহানুভূতির আহ্বান জানানো হচ্ছে। আয়োজকেরা আশা করছেন, বাংলাদেশের এই বিশাল জমায়েত বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেবে।
সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীসহ পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। এর আগেই আয়োজকদের পক্ষ থেকে সুশৃঙ্খলভাবে সমাবেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভাস্থল পরিদর্শন করেছেন এবং কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron