

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ-বিরতি ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে সৌদি আরব।
ট্রাম্প বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন এবং এই সংখ্যা যেন আর না বাড়ে সে ব্যাপারে আমি এবং পুতিন, আমরা উভয়ই একমত। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই, একে অপরের দেশে সফরও করতে চাই। আমি আশা করি তিনি আমাদের এখানে আসবেন এবং আমিও সেখানে সফরে যাব। এবং শিগগিরই সাক্ষাৎ করছি আমরা। সম্ভবত সৌদি আরবেই ঘটতে যাচ্ছে এটি।”
ট্রুথ সোশ্যালে এই বিবৃতি দেওয়ার আগে অবশ্য টেলিফোনে পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, বুধবার টেলিফোনে পুতিনের সঙ্গে প্রায় এক/দেড় ঘণ্টা কথা বলেছেন তিনি।
পুতিনের সঙ্গে কথা বলার পর জেলেনস্কিকেও ফোন করেছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে সে তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, আমি জেলেনস্কির সঙ্গেও কথা বলেছি এবং পুতিনের মতো তিনিও শান্তি চান।