মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত এক সপ্তাহে ব্যাপক অভিযান চালিয়ে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে—
এছাড়াও সৌদিতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক হয়েছেন ১,২৬৪ জন, যাদের মধ্যে ৬১% ইথিওপিয়ান, ৩৬% ইয়েমেনি এবং ৩% অন্যান্য দেশের নাগরিক।
অভিযানে আরও গ্রেফতার করা হয়—
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন জব্দ করার বিধান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রণালয় জানায়, মক্কা ও রিয়াদে ৯১১, এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সূত্র: আরব নিউজ, এসপিএ
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron