সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদের দেখা পেতে কিছুটা দেরি হয়। এরপর চাঁদ দেখা গেলে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে দেশটিতে এশার নামাজের পর তারাবিহ শুরু হবে। আগামীকাল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।
এর আগে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে আগামী রোববার থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দেয় দেশগুলোর সরকার। অস্ট্রেলিয়া ও ওমানে রমজান শুরু হচ্ছে আগামীকাল থেকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
বাসসের খবরে বলা হয়েছে, বাংলাদেশে আগামীকাল পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ছয়টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron