প্রতিবেদক: এস এম সালমান হৃদয়, বগুড়া
ডেমরা-যাত্রাবাড়ি থানাধীন সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান সালাহউদ্দিন আহমেদ আদর্শ স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এন্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৫। এ উপলক্ষে আয়োজক কমিটি দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এমটিভি বাংলাদেশ-কে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত করেছে।
ক্যাম্পটিতে প্রায় ১০-১৫টি স্কাউট গ্রুপ অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এতে আনুমানিক ৩০০-৩৫০ জন স্কাউট, রোভার, স্বেচ্ছাসেবক, লিডার, কর্মকর্তা ও অভিভাবক উপস্থিত থাকবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত টিটিএল ওপেন স্কাউট গ্রুপও এতে অংশ নেবে।
আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পে স্কাউটদের দক্ষতা উন্নয়নের জন্য থাকবে ০৬টি স্কিল কার্যক্রম এবং ০৫টি প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, শৃঙ্খলা, দলীয় চেতনা ও ব্যক্তিগত দক্ষতা অর্জনে অনুপ্রাণিত হবেন।
এছাড়া, আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্ধ্যা ৭.০০টায় ক্যাম্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে অভিভাবক মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলার গাবতলী উপজেলার ৩ নং রামেশ্বরপুর ইউনিয়নের তেজপাড়া গ্রামের সন্তান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, ইঞ্জিনিয়ার আমিন হাসান মোল্লা, চেয়ারম্যান, এমটিভি বাংলাদেশ। ছোটবেলায় তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের অবস্থানে পৌঁছেছেন। অনুষ্ঠানে তিনি অংশগ্রহণকারী স্কাউট, অভিভাবক ও অতিথিদের উৎসাহিত করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
ক্যাম্প সচিব মুন্নি আক্তার, ক্যাম্প সমন্বয়কারী মোঃ মামুন-উল-হাসান এবং ক্যাম্প চীফ মোঃ আমিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron