প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। ওই বৈঠকে অংশ নেয় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-এর একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, প্রচার ও অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা থারিন্ডু অ্যাবেইরাথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।
এএনএফআরইএল হচ্ছে একটি আঞ্চলিক সিভিল সোসাইটি নেটওয়ার্ক, যা এশিয়াজুড়ে নির্বাচনি গণতন্ত্রের উন্নয়নে কাজ করছে। গত দুই দশক ধরে সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বৈঠকে এএনএফআরইএল বাংলাদেশের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। তারা স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার পুনর্গঠনের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এ ছাড়াও, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে অংশীজন চিহ্নিতকরণ ও প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা বাংলাদেশের অংশীজনদের সঙ্গে সমন্বয় রেখে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron