মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডা. কেএম বাবর। প্রায় ১৫ বছরের রাজনৈতিক প্রতিকূল পরিবেশেও তিনি সাহসিকতার সঙ্গে বিএনপির কার্যক্রম সক্রিয় রেখেছেন। পেশায় চিকিৎসক এই নেতা গরিব ও অসহায় মানুষের জন্য দীর্ঘদিন বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে স্থানীয়দের কাছে পরিচিত হয়েছেন “গরিবের বন্ধু” হিসেবে।
দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজের অঙ্গীকার
ডা. বাবর প্রতিশ্রুতি দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনকে দুর্নীতি, দখলদারি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত করে একটি স্বচ্ছ, উন্নত ও নিরাপদ সমাজ গড়ে তুলবেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রতিহিংসার রাজনীতি পরিহার এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি গ্রামেগঞ্জে নিরলস প্রচার চালাচ্ছেন।
গোপালগঞ্জ-২ আসনের চিত্র ও চ্যালেঞ্জ
গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর আংশিক নিয়ে গঠিত এ আসনটি বহুদিন ধরে শান্তি ও সম্প্রীতির আবাস হলেও পরিকল্পিত উন্নয়ন ও শিল্পকারখানার অভাবে বেকারত্ব বেড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষিত বেকার যুবসমাজের ক্রমবর্ধমান সংখ্যা এ অঞ্চলের প্রধান সমস্যা। স্থানীয়দের মতে, এই সমস্যার সমাধানে সৎ, শিক্ষিত ও সাহসী নেতৃত্ব অপরিহার্য—যা তারা ডা. বাবরের মধ্যেই দেখছেন।
রাজনৈতিক অভিজ্ঞতা ও পদ
ডা. বাবর বর্তমানে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফরিদপুর বিভাগের কো-অর্ডিনেটর। ছাত্রজীবনে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস ছিলেন।
শিক্ষা ও কর্মজীবন
গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সম্ভ্রান্ত খান বংশে জন্ম নেওয়া ডা. বাবর প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় যথাক্রমে জেলার ট্যালেন্টপুলে ৩য় ও ১ম স্থান অর্জন করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে ক্লিনিক্যাল মেডিসিনে মাস্টার্স এবং ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে পেইন ও প্যালিয়েটিভ মেডিসিনে ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি দেশের বিভিন্ন হাসপাতাল ছাড়াও ইংল্যান্ড ও ভারতের খ্যাতনামা হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
মানবিক উদ্যোগ
গোপালগঞ্জের থানাপাড়ায় প্রতিষ্ঠিত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে ডা. বাবর ও তাঁর সহধর্মিণী ডা. রাবেয়া আক্তার প্রতিদিন অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।
গোপালগঞ্জ-২ আসনের সচেতন নাগরিকদের আশা, ডা. কেএম বাবরের মতো সৎ, অভিজ্ঞ ও সাহসী নেতৃত্বই এই আসনকে উন্নয়ন, কর্মসংস্থান ও স্বচ্ছ রাজনীতির পথে এগিয়ে নেবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron