

দেশি গার্ল খ্যাত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে হলিউডেও নিজের অবস্থান শক্ত করছেন। নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে সুখী দাম্পত্য জীবনের পাশাপাশি তিনি আন্তর্জাতিক সিনেমা জগতেও নিয়মিত কাজ করে চলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তার নতুন হলিউড ছবি ‘হেড অফ স্টেট’-এর শুটিং চলাকালীন এক মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। একটি অ্যাকশন দৃশ্যের ক্লোজ শটে কোমরে ক্যামেরা বক্স বাঁধা অবস্থায় বৃষ্টির মধ্যে হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। এতে ক্যামেরা খুলে গিয়ে তার চোখের খুব কাছাকাছি আঘাত করে।
তিনি বলেন, “চোখের পলকে আঘাত লাগে এবং তা ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত চোখের বড় কোনো ক্ষতি হয়নি। সৃষ্টিকর্তার কৃপায় রক্ষা পেয়েছি।” দুর্ঘটনার পরও প্রিয়াঙ্কা থেমে যাননি, পেশাদারিত্ব বজায় রেখে ছবির পুরো শুটিং শেষ করেছেন।
প্রিয়াঙ্কা অভিনীত ‘হেড অফ স্টেট’ ছবিটি মুক্তি পাবে আগামী মাসে। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বিখ্যাত হলিউড অভিনেতা ইদ্রিস এলবা এবং রেসলার-অভিনেতা জন সিনা।