বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় দেওয়ান হামজা চৌধুরী। তিনি এখন থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলবেন।
হামজার আগমনে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। পুরো গ্রামটি তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে সাজানো হয়েছে। এলাকার মানুষ তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরীর ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলেন এবং বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলছেন।
জানা গেছে, হামজা সোমবার তার গ্রামের বাড়িতে থাকবেন এবং মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ২০ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে দলের সঙ্গে শিলংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি। ২৫ মার্চ ভারতের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের অভিষেক হওয়ার কথা রয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron