

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকালেই শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কাতারের আমিরের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় আসেন তিনি। দেশে ফেরার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় শাশুড়ির সঙ্গে কিছু সময় কাটিয়ে সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে স্কয়ার হাসপাতালে যান মাকে দেখতে।
জানা গেছে, ডা. জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখে পরে ডা. জোবাইদা ধানমণ্ডির ‘মাহবুব ভবনে’ যান, যা তার প্রয়াত বাবা, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে পরিচিত।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান ডা. জোবাইদা রহমান। দীর্ঘ সময় লন্ডনে স্বামী ও একমাত্র কন্যা জায়মা রহমানকে নিয়ে প্রবাসজীবন কাটান তিনি।
একই বছরের সেপ্টেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে ডা. জোবাইদা, তার স্বামী তারেক রহমান ও মাকে আসামি করে মামলা দায়ের করে। মামলায় ২০২৩ সালে ডা. জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করে আদালত। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট আদালতের রায় স্থগিত করা হয়, যার প্রেক্ষিতে দেশে ফিরলেন তিনি।
দেশে ফেরার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির শীর্ষ এই পরিবারের পুত্রবধূ।