হা লং বে-তে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৭ জনের মৃত্যু, বহু নিখোঁজ

print news
img

আন্তর্জাতিক ডেস্ক |
ভিয়েতনামের উত্তরাঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড় ও শিলাবৃষ্টির মধ্যে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে স্থানীয় সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

‘ওয়ান্ডার সিজ’ নৌকায় ছিলেন ৫৩ জন যাত্রী
‘ওয়ান্ডার সিজ’ নামের পর্যটকবাহী নৌকাটিতে ৫৩ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবার। স্থানীয় সময় দুপুরে হঠাৎ করেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়, শুরু হয় শিলাবৃষ্টি ও বজ্রঝড়। ঠিক তখনই নৌকাটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

প্রবল বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত
উদ্ধারকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। উদ্ধার অভিযান রাতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

১০ বছরের শিশুর অলৌকিক বেঁচে যাওয়া
উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে এক ১০ বছর বয়সী শিশু, যাকে উদ্ধার করা হয় নৌকার উল্টে যাওয়া অংশে থাকা একটি এয়ার পকেট থেকে। শিশুটি জানায়, “আমি গভীরভাবে শ্বাস নিয়ে ডুব দিলাম, তারপর ওপরে উঠে আসি। সাহায্যের জন্য চিৎকার করেছিলাম, তখন একটি নৌকা আমাকে টেনে তোলে।”

প্রত্যক্ষদর্শীদের বিবরণে আতঙ্ক
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে আসে। বজ্রপাত, বিদ্যুৎ চমক ও টোয়ের মতো বিশাল শিলাবৃষ্টি শুরু হয়। এমন বৈরী আবহাওয়ায় নৌকাটি মুহূর্তেই উল্টে যায়।

৮টি শিশুর মরদেহ উদ্ধার, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভিএনএক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে অন্তত আটটি শিশু রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক সরকারি বিবৃতিতে জানান, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উৎস: বিবিসি, খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *