হেফাজতে ইসলাম দেশে কোনো রাজনীতি না করলেও দলটিকে জিজ্ঞাসা না করে দেশে কোনো রাজনীতিও হবে না এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হক।
গতকাল রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় মিলনায়তনে ‘দেশের শীর্ষস্থানীয় ব্যাক্তিবর্গের সম্মানে’ হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে এক ইফতার মাহফিল আয়োজনে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এনডিএম চ্যায়ারম্যান ববি হাজ্জাজ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ ।
জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রমুখ। ইফতার অনুষ্ঠানে মামুনুল হক আরও বলেন, হেফাজতে ইসলামের জেলাগুলোর কমিটি গঠন হওয়ার পরে সারা দেশের সব কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে দলটি একটি জাতীয় কনভেনশনের ঘোষণা দেবে। এর মধ্য দিয়ে হেফাজতে ইসলাম আগামী বাংলাদেশের মুখ দেখার ঘোষণা দেবে। আমার আখেরি কথা, হেফাজতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করে না। তবে হেফাজতে ইসলামকে জিজ্ঞাসা না করে বাংলাদেশে কোনো রাজনীতিও হবে না।
এদিকে, অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ২০১৩ সালে ৫ মে খুনি হাসিনা যখন বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছে তখন আমি নিজেও জেলে ছিলাম। সেদিন হাসিনা দুনিয়ার সব থেকে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল। পাশাপাশি সব থেকে নির্লজ্জের মতো এটিকে ধামাচাপা দিতেও চেয়েছিল। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস জালিমের বিচার আল্লাহ এ দুনিয়াতেই করেছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron