আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া শাপলা চত্বরের নৃশংসতা, গুম-খুনের বিচার এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় খাস কমিটির জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
সভায় সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ-সম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয়া সহিংসতার বিচার, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এছাড়া, আগামী জুনে জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সব জেলা ও মহানগরের প্রতিনিধিরা অংশ নেবেন।
হেফাজতে ইসলাম তাদের মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী প্রচার কার্যক্রম চালাবে বলে জানিয়েছে সংগঠনটি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron