চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশোধন আবেদন গ্রহণ করবে সংস্থাটি।
সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে জন্মগ্রহণকারী নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং মৃত ভোটারদের নাম কর্তনের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।
সম্পূরক তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং অন্যান্য সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট। এরপর সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
এর আগে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানিয়েছিলেন, “আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”
এছাড়া, ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ গত ২১ জুলাই বলেন, “ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। খসড়া তালিকায় তাদের নাম প্রকাশ করা হবে। এরপর আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।”
সূত্র: বাসস
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron