আগামী ১৬ এপ্রিল (মঙ্গলবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।
বুধবার (৯ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন
“প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দুপুরের দিকে বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়েছে।”
নির্বাচন নিয়ে আলোচনার উদ্যোগ
এর আগে বিএনপি অন্তর্বর্তী সরকারের মনোভাব জানার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চায়। সেই প্রেক্ষিতে ১৬ এপ্রিল সময় নির্ধারিত হয়।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, ওই দিন সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
রোডম্যাপ ও সংস্কার থাকবে আলোচনার কেন্দ্রে
বিএনপি সূত্র জানিয়েছে, সাক্ষাতে তারা আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাবে। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কারগুলো অধ্যাদেশ জারি করে বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হবে।
দলটির নেতারা জানান, গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে সাক্ষাতের সময় চাওয়া হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron