বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
জাতিসংঘের এক প্রতিবেদনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৭ বছরে দেশে ঘটে যাওয়া সকল গণহত্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী।
জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা জাতিসংঘের রিপোর্টকে স্বাগত জানাই। তারা সঠিকভাবেই উল্লেখ করেছেন যে, শেখ হাসিনার নির্দেশেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটি প্রমাণ করে যে তিনি একজন ফ্যাসিস্ট সরকার ।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বরাবরই এ বিষয়ে কথা বলে আসছি। কিন্তু সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং অতীতেও এর চর্চা করেছি। কোন দল নিষিদ্ধ হবে বা কাজ করবে, তা জনগণই নির্ধারণ করবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron