১ জুলাই ব্যাংক হলিডে: পুঁজিবাজারেও লেনদেন বন্ধ

print news
img

মঙ্গলবার, ১ জুলাই ব্যাংক হলিডে হওয়ায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে সকল প্রকার লেনদেন বন্ধ থাকবে। পঞ্জিকাবর্ষের জুনের শেষ দিনটিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মীরা অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার জন্য বাড়তি সময় কাজ করেন। এই বিশেষ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ১ জুলাই ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক লেনদেন বন্ধ থাকার কারণে পুঁজিবাজারেও কোনো প্রকার লেনদেন হবে না। তবে, এই দিন বাংলাদেশ ব্যাংকসহ সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে দাপ্তরিক কাজের জন্য।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো বিগত ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে তাদের অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এই গুরুত্বপূর্ণ কাজের সুবিধার্থে দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *