২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

print news
img

গত ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “৩০ জুন পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা। রাজস্ব আদায় নিয়ে আতঙ্কের কিছু নেই। কর্মকর্তারা স্বাভাবিকভাবেই কাজ করছে এবং এনবিআরের কার্যক্রম সরকারের নির্দেশনার আলোকে পরিচালিত হচ্ছে।”

চেয়ারম্যান আরও জানান, “কাস্টমস ডিওটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের (A-Challan) মাধ্যমে দেওয়া যাবে। এর ফলে পণ্য খালাস প্রক্রিয়া সহজ হবে এবং রাজস্ব দ্রুত সরকারি কোষাগারে জমা পড়বে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে।”

তিনি সতর্ক করে বলেন, “যেসব এনবিআর কর্মকর্তা নিয়ম মেনে কাজ করছেন, তাঁদের ভয় পাওয়ার কিছু নেই। তবে যারা দায়িত্বের সীমা লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছিল ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা, যা এবারের অর্থবছরের তুলনায় কিছুটা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *