

আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন ,২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না বলে তিনি জানিয়েছেন । পরে তিনি এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
ফরিদা আখতার বলেন, ‘চাষের মাছের ওপর নির্ভরতা করে চলতে চাই না। দেশিয় প্রজাতীর মৎস্য রক্ষা করাটা মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের অনেক বড় দায়িত্ব। সেদিক থেকে এ নিয়ে অভয়াশ্রম তৈরি ও রক্ষা করা মৎস্য ও প্রাণি সম্পদের অন্যতম প্রধান দায়িত্ব।’ এ সময় তিনি বাইক্কা বিলসহ দেশের অন্যান্য অভয়াশ্রমগুলো খননের ঘোষণা দেন।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘দেশের যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করে আমরা জাতীয় নির্বাচন দিতে চাই। প্রধান উপদেষ্টা একটা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যে সংস্কারগুলো জরুরি সেটা যদি পূরণ না হয়, আর যদি রাজনৈতিক দল একমত হয় ২০২৬ এর জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে যাবে না।