২১ বছর পর গোপালগঞ্জে বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত।

print news
img

দীর্ঘ প্রায় ২১ বছর পর গোপালগঞ্জে বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী শহরের পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন।

প্রধান বক্তা ছিলেন, সাংগঠনিক সম্শাপাদক শামা ওবায়েদ। সকাল থেকে জেলার স্বতঃস্ফূর্তভাবে সকল উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থল পৌর মুক্ত মঞ্চে উপস্থিত হন নেতাকর্মী ও সমর্থকরা। কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নির্কেবচনী রোডম্যাপ ঘোষণাসহ নানান দাবীতে কেন্দ্রীয কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে দুপুর থেকে বক্তব্য শুরু করেন কেন্দ্রীয় নেতারা।
সট- ০১ ড . আসাদুজ্জামান খান রিপন, সহ-সভাপতি, কেন্দ্রীয় বিএনপি।
সট- ০২ শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি।

সমাবেশে বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় বিএনপি’র সহ আইন বিষক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *