নিজস্ব প্রতিবেদক
আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
এর আগে একই দিন সকালেই ২২ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। শিক্ষা উপদেষ্টা জানান, নতুন তারিখ পরে জানানো হবে।
এদিন দুপুরে ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনজন উপদেষ্টা—শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মাইলস্টোনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকসহ বেশ কয়েকজন হতাহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে:
সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেকটি দাবিই যৌক্তিক, এবং সেগুলোর বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীরা আজ যে বক্তব্য দিয়েছে, সেটা শুধু আবেগ নয়, এটা দায়িত্বশীল নাগরিকের দাবি। আমরা তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে নিচ্ছি।”
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “কোনো দমন নয়, বরং সমঝোতার মাধ্যমেই চলমান সংকট সমাধানের চেষ্টা করছে সরকার।”
এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ সূচি এবং তদন্ত প্রতিবেদন সম্পর্কে সরকার অচিরেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানানো হয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron