৪০তম জন্মদিনে রণবীর সিংয়ের চমক, প্রকাশ্যে ‘ধুরন্ধর’ সিনেমার ফার্স্ট লুক টিজার

print news

img

নিজের ৪০তম জন্মদিনে অনুরাগীদের জন্য বড়সড় চমক নিয়ে হাজির হলেন বলিউড সুপারস্টার রণবীর সিং। রোববার (৬ জুলাই) দুপুরে ইনস্টাগ্রামে তিনি প্রকাশ করেছেন নিজের নতুন সিনেমা ‘ধুরন্ধর’–এর ফার্স্ট লুক টিজার। ক্যাপশনে রণবীর লেখেন, “একটা নরক উঠবে! দ্য আননোন ম্যান-এর আসল গল্প সামনে আসবে।”

টিজার শুরু হয় অন্ধকারে ডুবে থাকা একটি রাস্তার দৃশ্য দিয়ে, যেখানে রণবীর ধীরে ধীরে হাঁটছেন। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় তাঁর গম্ভীর কণ্ঠ। পরক্ষণেই রণবীরের ভয়ংকর রূপ—রক্তাক্ত মুখ, লম্বা চুল, গালজোড়া দাড়ি, সিগারেট হাতে। গা ছমছমে এই লুকে রণবীরের উপস্থিতি ঝড় তুলেছে অনুরাগীদের মনে।

ভিডিওতে রয়েছে দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং উত্তেজনাপূর্ণ সংলাপ। রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল—যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিটির পরিচালনা করছেন আদিত্য ধর, যিনি এর আগে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মাধ্যমে বাজিমাত করেছিলেন। ‘ধুরন্ধর’ মুক্তি পাবে ২০২৫ সালের ৫ ডিসেম্বর। ইতোমধ্যেই টিজার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো উন্মাদনা শুরু হয়েছে। ভক্তরা বলছেন, “অবশেষে কামব্যাক!”, “এটা আগুন!”—রণবীরের এই নতুন রূপের অপেক্ষায় দিন গুনছে সিনেপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *