

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা আগামী ৮ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এর আগে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ২৭ জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিপিএসসির জনসংযোগ দফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চলমান বিসিএস পরীক্ষাসমূহ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণে স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশে কমিশন এ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ ৮ থেকে ১৯ মে এবং পদসংশ্লিষ্ট বিষয়সমূহ জুনের শেষ সপ্তাহ থেকে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। এ ছাড়া ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত নির্ধারিত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাগুলোর একটি অংশ ৪৬তম পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা চলাকালীন স্থগিত থাকবে এবং তা ১৬ জুনের পর দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুন ২০২৫-এর মধ্যে এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল একই সময়ের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিসিএস পরীক্ষাসমূহ গ্রহণে নানা পর্যায়ের কাজ—যেমন প্রশ্নপত্র ছাপানো, কেন্দ্র নির্ধারণ—অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সহায়তায় সম্পন্ন করতে হয়। তাই এসব জটিলতা নিরসনে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সবশেষে কমিশন সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে, সঠিক তথ্যের জন্য নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) পরিদর্শন করতে এবং সেখানে প্রকাশিত তথ্যকেই একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করতে।