

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি অম্লান রাখতে দেশের ৬৪টি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ আজ সোমবার থেকে শুরু হয়েছে।
গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ ঘোষণা দেন। তিনি জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম নারায়ণগঞ্জ জেলা থেকে শুরু হয়েছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে দেশের সব জেলায় নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
উপদেষ্টা বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। এসব স্মৃতিস্তম্ভ শুধু স্থাপনা নয়—এটি হবে গণতন্ত্র, ন্যায়ের পক্ষে সংগ্রাম এবং স্বাধীনতা রক্ষার প্রতীক। নতুন প্রজন্ম যাতে ভুলে না যায়, সেই ইতিহাস দৃঢ়ভাবে ধরে রাখার দায়িত্ব আমাদের।”
উল্লেখ্য, গত বছর দেশের রাজনৈতিক ইতিহাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে পরিচিত হওয়া এক গণআন্দোলনে বহু মানুষ শহিদ হন। এই শহিদদের স্মরণে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে এমন উদ্যোগ নেয়া হলো।
স্মৃতিস্তম্ভগুলোতে শহিদদের নাম, আন্দোলনের পটভূমি ও তাৎপর্য উল্লেখ থাকবে। ভবিষ্যতে এসব স্থানকে কেন্দ্র করে বার্ষিক স্মরণ অনুষ্ঠান এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে নানা সাংস্কৃতিক কার্যক্রমও আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।