নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামী ১১ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সকল ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ থাকবে।
রবিবার (২৭ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।
তিনি জানান, সম্প্রতি সরকারের নির্দেশনায় ২০ ও ২৫ বছরের পুরাতন বাস ও ট্রাক অপসারণে বিআরটিএর অভিযানের প্রেক্ষিতে মালিক-শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে ২০ জুলাই ঢাকায় একটি যৌথ সভায় ধর্মঘটের আল্টিমেটাম দেওয়ার সিদ্ধান্ত হয়।
সংগঠনগুলোর ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনগুলোর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron