

‘গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘বিজয় র্যালি’ পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
রবিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
৫ আগস্টের অভ্যুত্থানের স্মরণে বিজয় র্যালি
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন,
“২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ছিল এক অবিস্মরণীয় দিন। বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভ সে দিন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। লাখো ছাত্র-জনতা রাজপথে নেমে আসে এবং গণভবন অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করে। এই মিছিল ছিল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত জবাব। একপর্যায়ে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন।”
তিনি আরও বলেন, “এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিকে নতুন গতি দিয়েছে এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক যুগান্তকারী মাইলফলকে পরিণত হয়েছে। এই বিপ্লবের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।”
সকল শাখাকে সাংগঠনিক প্রস্তুতির নির্দেশনা
মহাসচিব জানান, খেলাফত মজলিস ও এর সহযোগী সংগঠনসমূহ ইতিমধ্যে জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘বিজয় র্যালি’ পালিত হবে।
তিনি দলটির সকল মহানগর, জেলা ও উপজেলা শাখাকে সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে র্যালি পালনের নির্দেশ দেন।
সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান
বিবৃতিতে দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে আলেম-উলামা, ছাত্র, যুবক ও সমাজ সচেতন নাগরিকদের বিজয় র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।