

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪-এর শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গফরগাঁও উপজেলা পাগলা থানা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি গফরগাঁও পুরাতন বাস স্টেশন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গণমানুষের নেতা মুশফিকুর রহমান ।
বিজয় র্যালিতে আরও অংশগ্রহণ করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির নেতা শাহজাহান, উপজেলা বিএনপির নেতা বজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি কাইয়ুম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তোফাজ্জল হোসেন, সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জালাল উদ্দীন, সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওয়াজ উদ্দিন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন এডিসন সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই র্যালি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।