সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ

print news
img

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করার এই নৃশংসতা আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানায়। গফরগাঁও উপজেলা প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এটি ভবিষ্যতে মেধাবী সাংবাদিক তৈরির ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে।

এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজি ও ছিনতাইকারী চক্রের মদদদাতাদের চিহ্নিত করার দাবি জানান এবং সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানান।

মানববন্ধন ও বিক্ষোভে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক মানবজমিনের গফরগাঁও প্রতিনিধি মাসুদ পারভেজ, ময়মনসিংহ বিভাগীয় হিউম্যান এড মানবাধিকার সংগঠনের সভাপতি বেলাল আহমেদ সরকার, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি হানিফ খান, দৈনিক আজকের প্রভাতের গফরগাঁও প্রতিনিধি আশরাফুল আলম মামুন, উপজেলা প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম চঞ্চল, জনতার নিঃশ্বাসের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফ, দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধি মনোয়ারুল আলম প্রমুখ।

এ ছাড়াও বক্তব্য দেন প্রফেসর নুরুজ্জামান, প্রফেসর আব্দুল্লাহ হীল আহাদ, সাংবাদিক আব্দুল হালিম, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ঢালি সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

মানববন্ধন ও বিক্ষোভে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *