কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালেই ব্যবস্থা নেবে ইসি: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

print news
img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে নির্বাচন কমিশন (ইসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার দুপুরে নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা ছাড়াও ফলাফলকে দুর্বল করা ও নির্বাচনের স্বচ্ছতাকে নষ্টের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন—
ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো তাদের ভাবমূর্তি উদ্ধারে সচেতন। মানুষের মধ্যে ভোট নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে, যা ইতিবাচক। তবে অসহিষ্ণুতায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ইমেজ নষ্ট হচ্ছে, যার প্রভাব নির্বাচনে পড়তে পারে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *