জুলাই-আগস্টে গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

print news
img

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই শাস্তি থেকে রেহাই পাবে না। সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, যারা ভেবেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচার কার্যক্রম বানচাল করা যাবে—তাদের জন্য পরিষ্কার বার্তা হলো, অপরাধীদের কেউ ছাড় পাবে না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না।

এদিন জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি। বক্তব্য শেষে তাজুল ইসলাম বলেন, যেসব তরুণ রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের স্বজনরা বেঁচে আছেন। তাদের সাক্ষ্যের মাধ্যমেই দেড় হাজারেরও বেশি প্রাণ হারানো পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাইব্যুনালে আজ প্রথমে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহিদ আনাসের বাবা পলাশ। এছাড়া সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন আনাসের মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *