জুলাই-আগস্টে গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

print news
img

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন চার্জশিটভুক্ত আসামি।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে তিন মামলারই বাদী সাক্ষ্য দেন। তারা হলেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছেন।

প্রথম মামলাটি ২০২৫ সালের ১৪ জানুয়ারি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। এতে শেখ হাসিনাসহ ৮ জনকে আসামি করা হয়। পরে তদন্তে আরও চারজনের নাম যুক্ত করে মোট ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

দ্বিতীয় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান, যেখানে শেখ হাসিনা, তার ছেলে জয়সহ ১৫ জন আসামি ছিলেন। তদন্ত শেষে আরও ২ জন যুক্ত হয়ে মোট আসামি দাঁড়ায় ১৭ জনে।

তৃতীয় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, যেখানে শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জন আসামি ছিলেন। তদন্তে আরও দুইজন যুক্ত হয়ে মোট আসামি হয় ১৮ জন।

প্রতিটি মামলাতেই আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজউকের সাবেক সদস্য ও কর্মকর্তা, প্রাক্তন সচিব এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত ৩১ জুলাই আদালত এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *