হজ-ওমরাহ ঘুষ কেলেঙ্কারিতে জড়িতদের ফাঁসির হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

print news
igm

হজ ও ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ গ্রহণ করে, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে সেখানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হবে।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমাদের কোনো স্টাফ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হয় কিংবা কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে, তাহলে আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

তিনি অভিযোগ করে বলেন, এক হজ এজেন্সির মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গিয়েছিলেন সৌদি আরবে এবং ফেরার পথে প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা পড়েছেন। অনেক এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এ কারণে নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *