পুঁজিবাজারে সূচকের উত্থান, লেনদেন কমেছে

print news
ig

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুটি সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১,১৫৫ ও ২,০৫৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৭০৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১ কোটি টাকার কম। ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে; এর মধ্যে ১৬৮টির দাম বেড়েছে, ১৫৪টির দাম কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো: ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসসি, রহিমা ফুড, সী পার্ল, মনোস্পুল পেপার, যমুনা ব্যাংক, ডোমেনেজ ও মাগুরা মাল্টিপ্লেক্স।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে ১৪,৯৭২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানির মধ্যে ৯১টির শেয়ার দর বেড়েছে, ৭৫টির কমেছে এবং ৩১টির অপরিবর্তিত রয়েছে। বুধবার সিএসইতে ৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকার কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *