বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫: ইতিহাসের সর্বোচ্চ ধান ও চাল সংগ্রহ

print news
img

খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫’-এর অধীনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ হিসেবে রেকর্ড গড়েছে।

কর্মসূচিতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চেয়ে বেশি। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৪ লাখ মেট্রিক টন।

এবার সরকার ধান ক্রয় করেছে প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং চাল ক্রয় করেছে ৪৯ টাকা দরে।

এছাড়া আতপ চাল সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টনের চেয়ে বেশি। কর্মসূচিটি ১৫ আগস্ট ২০২৫ তারিখে শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *