আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা

print news

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

img

ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) ময়মনসিংহের আয়োজনে আজ ২৭ আগস্ট বুধবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া, হবিরবাড়িতে অবস্থিত ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিকানা পরিবর্তন ও শ্রমিকদের পাওনা পরিশোধে বিদ্যমান সমস্যা বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি প্রতিষ্ঠানের সমস্যা বিষয়ে মালিক ও শ্রমিক উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং সমাধানমূলক সিদ্ধান্ত দেন। মালিকানা নিয়ে বিদ্যমান সমস্যা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানকল্পে তাগিদ দেন।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অবস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *