হারানো বিজ্ঞপ্তি

print news
Img

এই মরমে জানাচ্ছি যে মোঃ শাহ ওয়ালিউল্লাহ,রোজ রবিবার ২৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে পুর ১২:৩০ ঘটিকার সময় রাজারহাট থানা দিন জাকিরপাশার ইউনিয়ন ওয়ার্ডের রতিরাম ওঝা এলাকা থেকে রাজারহাট বাজার যাওয়ার পথে, আমার ডকুমেন্ট হারিয়ে যায়,নিম্নে আমার ডকুমেন্টের বিবরণ ও ঘটনা প্রদান করা হলো,

ঘটনার বিবরণ:

আমার মার্কশিট ও নম্বরপত্র সহো অন্যান্য ডকুমেন্ট নিয়ে,নিজ বাসায় হতে রাজারহাট বাজারে যানবাহন যাতায়াতের সময় কোথায় যেন হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজা হয়েছে এবং অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি আমি থানায় জিডি করে রাখলাম।
-জিডি ট্র্যাকিং নং: T9E709
-জিডি নং: ১১৪০
-তারিখ: ২৪/০৮/২০২৫
-যোগাযোগ নাম্বারঃ01704239519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *