বিদ্রোহী সুরতাছলিমা আক্তার মুক্তা

print news
img

বিদ্রোহী সুর হারিয়ে গেছে
পাইনা খুঁজে আর ,
সোনার বাংলায় চলে এখন
চুর ডাকাতের হুঙ্কার ।

নজরুলে মতো বিদ্রোহী কবি
আর হবে দেশে ,
দু’চারদিনে হুঙ্কার চালিয়ে
মেছো বিড়াল শেষে।

ওগো কবি বাংলার মানুষের
শত প্রজন্মের লক্ষে,
সর্ব সাধারণের কবি আপনি
ধারণ করি বক্ষে ।

শ্রদ্ধা ভরে স্মরণ করি মোরা
জান্নাতে হোক বাড়ি ,
দেহ আত্মা ছেড়ে গেছে পৃথিবী
কর্ম যায়নি ছাড়ি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *