
এস এম সালমান হৃদয়, বগুড়া:

আজ বৃহস্পতি বার (২৮ আগস্ট) বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর মাজার স্টেশন, বাজার ও পাঁচপীর বন্দর এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারপত্র এলাকাবাসীর মাঝে বিতরণ করা হয়।
গণসংযোগ কার্যক্রমে অংশ নেন কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক সদস্য সচিব বিএনপি, সাবেক আহ্বায়ক যুবদল কাহালু অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবদলের পৌর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল রাকিব, তাতী দলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি নেতা হাবিল উদ্দিন, যুবদলের সাবেক নেতা পলাশ, সাব্বির, আরিফুল, আলামিন, আব্দুল করিম, রাজু, হিদয়, মাকছুদুল প্রমুখ।
গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আগামী দিনের বাংলাদেশকে একটি আধুনিক, কল্যাণমূলক ও সুশাসিত রাষ্ট্রে রূপান্তরিত করবে। তারা সাধারণ মানুষের কাছে প্রচারপত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করতে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।