
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশের তরুণ সমাজ আজ বড় এক সংকটে পড়েছে—মাদক। এটি শুধু একজন যুবকের জীবন ধ্বংস করছে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে, শিক্ষার্থী থেকে শ্রমজীবী, এমনকি অভিজাত শ্রেণির মধ্যেও।
মাদক শুধু শরীর নষ্ট করে না, এটি মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে, দায়িত্ববোধ হারিয়ে দেয় এবং অপরাধপ্রবণ করে তোলে। চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধের পেছনে অনেক সময় মাদকের প্রভাব কাজ করে। একজন মাদকাসক্ত কেবল নিজের জীবনই নয়, তার পরিবারের শান্তিও ধ্বংস করে দেয়।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমাদের দেশের অনেক শিক্ষার্থী আজ পড়াশোনার জায়গায় মাদকের ফাঁদে জড়িয়ে পড়ছে। যে হাতগুলো বই ধরার কথা, সে হাতেই এখন নেশার সরঞ্জাম। এভাবে একটি জাতির ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
মাদকের বিস্তার রোধ করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। পরিবার থেকে শুরু করে সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠন—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবারে সন্তানদের প্রতি স্নেহ, নজরদারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেবেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা হতে হবে। আর রাষ্ট্রকে কঠোর হাতে মাদক চক্র ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আমরা যদি চাই আলোকিত বাংলাদেশ, তবে প্রথমেই তরুণদের মাদকের গ্রাস থেকে মুক্ত করতে হবে। কারণ যুব সমাজই দেশের আসল সম্পদ। একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠলেই আমরা গড়ে তুলতে পারব শক্তিশালী ও উন্নত বাংলাদেশ।
লেখক: পরিচিতি
মোঃ শাহজাহান বাশার
সাংবাদিক ও কলামিস্ট