
মোছাঃ রেজভী , বগুড়া

বগুড়ায় ১৯ সেপ্টেম্বর ২০২৫ – দৈনিক পীরগাছা সংবাদ আয়োজিত “দৈনিক পীরগাছা সংবাদ মিডিয়া কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” এর ফাইনাল খেলার আগেই মাঠ ও আশপাশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ছোট কুমিরা আব্দুল লতিফ মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠ এবং এলাকায় খেলোয়াড়, ক্রীড়া প্রেমী ও সাধারণ দর্শকদের মধ্যে আগ্রহের দৃশ্য ফুটে উঠেছে।
উক্ত টুর্নামেন্টের সভাপতি হিসেবে আছেন জনাব সৈয়দ রায়হান আলী, সম্পাদক মন্ডলীর সভাপতি, দৈনিক পীরগাছা সংবাদ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোঃ নজরুল ইসলাম জুয়েল, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পীরগাছা সংবাদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ সরকার মুকুল, সভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল। প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জনাব মোঃ শহিদুল ইসলাম রতন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল, কেন্দ্রীয় কমিটি।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন জনাব মোঃ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান, এরুলিয়া ইউনিয়ন পরিষদ। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করছেন জনাব মোঃ আবু তাহের ব্যাপারী, চেয়ারম্যান, গোলজি গ্রুপ লিমিটেড ও নির্বাহী সম্পাদক, দৈনিক পীরগাছা সংবাদ এবং জনাব মোঃ মিজানুর রহমান মতিন, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক পীরগাছা সংবাদ।
দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক এস এম সালমান হৃদয় বলেন, “ফাইনাল খেলার আগাম উৎসাহ ও উদ্দীপনা আমাদের প্রত্যাশার অনেক উপরে। এটি তরুণ প্রজন্মকে ক্রীড়া চর্চায় প্রেরণা দেবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে। আশা করি, আগামী দিনেও এই টুর্নামেন্ট সমৃদ্ধভাবে চলবে।”
মাঠ ও আশপাশে খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনা এবং আগ্রহের দৃশ্য পুরো এলাকাকে প্রাণবন্ত করে তুলেছে, যা ফাইনাল খেলার আগেই টুর্নামেন্টের সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।