
ফাতিমা আক্তার মিম

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাঠালিয়া উপজেলা মহিলাদলের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় কাঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, জাকির হোসেন কিসলু সিকদার এবং প্রফেসর খায়রুল আলম খোকন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন গণতন্ত্রের আন্দোলনকে বেগবান করতে মহিলা দল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অনন্য সাহসী কণ্ঠস্বর।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা গোলাম আজম সৈকত।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং একটি র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।