কুড়িগ্রামে রাজারহাটে ইউপি সদস্যের ঘুষিতে এক যুবক আহত।

print news

-মোঃআশিকুর সরকার (রাব্বি)
-রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

img

রাজারহাটে এক ইউপি সদস্যের ঘুষিতে এক যুবকের নাক ফেটে রক্তান্ত হয়ে আহত হয়েছেন।ঘটনা টি ঘটেছে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম মৌজায়।এঘটনায় ভুক্তভোগী যুবক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সুত্রে ও অভিযোগ সুত্রে জানা যায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম মৌজার ইউপি সদস্য মিনহাজুল ইসলাম কে একই গ্রামের হামিদুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম ৫০হাজার টাকা জমা দেন।সেই টাকা চাইতে গেলে আজকাল করে কালক্ষেপন করতে থাকেন ইউপি সদস্য মিনহাজুল ইসলাম।
এরই এক পর্যায়ে গত ৯ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪:০০ ঘটিকার সময় নাজমুল ইসলাম পাশ্ববর্তী শরিষার হাটে যান,সেখানে গিয়ে মিনহাজুল মেম্বারের দেখা পেলে তার নিকট জমা টাকা পুনরায় ফিরত চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।এক পর্যায়ে মিনহাজুল মেম্বারের ঘুষিতে নাজমুল ইসলামের নাক ফেটে রক্তান্ত হন।স্থানীয়রা নাজমুল ইসলাম কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।নাজমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজারহাট থানায় মিনহাজুল মেম্বার কে প্রধান আসামি করে ও তার সহযোগী আনিছুর রহমান সহ দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এই ঘটনার প্রত্যক্ষদর্শী রিয়াজুল ইসলাম,সাইদুল ইসলাম,আব্দুল খালেক ও ইব্রাহিম আলী জানান নাজমুল ইসলামের একটি পারিবারিক ঝামেলায় আমাদের ওয়ার্ডের মেম্বার মিনহাজুল ইসলাম সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ মিলে সমাধান করে দেই।
ওই ঘটনায় নাজমুলের ক্ষতিপূরণ হিসাবে পাওয়া ৫০হাজার টাকা মেম্বারের নিকট জমা রাখেন।সেই টাকা চাওয়া কে কেন্দ্র করে আজকের এই ঘটনা
যা অত্যান্ত দু:খজনক।

ভুক্তভোগী নাজমুল ইসলাম জানান,মিনহাজুল ইসলাম মেম্বাের সকল অপ কর্মের বিচার চাই।

রাজারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) কিবরিয়া সাংবাদিক কে বলেন এই ঘটনায় থানায় একটা অভিযোগ পত্র দিয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *