ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক১২ঘণ্টার মধ্য হত্যা মামলা অভিযুক্ত নামীয় গ্রেফতার ০৪

print news

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

img

১২ ঘন্টার মধ্যে ময়মনসিংহ নান্দাইল থানার ছুরিকাঘাতে আকতার হোসেন(৪৫)হত্যা মামলার এজাহার নামীয় ০৪ অভিযুক্ত সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার।

এজাহার সূত্রে জানা যায়, বাদী সালমান শাহ্ (২২), পিতা-মৃতঃ আকতার হোসেন, সাং-ভাটি সাভার, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ এর পিতা ও চাচাগণের সাথে ধৃত অভিযুক্তসহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগণের জায়গা-জমি সংক্রান্তে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ০৯:১৫ ঘটিকায় ধৃত অভিযুক্তগন সহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগন বাদীর বসতভিটায় অতর্কিতভাবে পিতা ও চাচাদেরকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। বাদীর পিতাকে বল্লম দিয়ে খুন করার উদ্দেশ্যে বুকের বাম পাশে ঘাই মেরে গুরুত্বর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজনের সহযোগীতায় বাদীর পিতাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একই তারিখ দুপুর ১৪:৪০ ঘটিকায় বাদীর পিতা আকতার হোসেন (৪৫)মৃত্যূ বরণ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে বাদী নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনা সংক্রান্তে ময়মনসিংহ র‌্যাব-১৪ ছায়া তদন্ত সহ আসামীদের গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে ময়মনসিংহ সদর কোম্পানী, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল উক্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস থেকে অভিযু্ক্ত ১। মোঃ উজ্জল মিয়া (৪০), ২। মোঃ সজিব মিয়া (২৫), ৩। মোঃ আঃ হেলীম (৬০) এবং ৪। হামিদা খাতুন (৫৫), জেলা- ময়মনসিংহ’দের গ্রেফতার করতে সক্ষম হয়।

নান্দাইল থানায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *