
মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার রাণীগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন হাজী ছন্দুল হোসেন মাস্টার। প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার রুপল আমিন ভুইয়া শিমুল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন শেখ মোহাম্মদ সাবের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর দিশারী ফাউন্ডেশনের সভাপতি ডা. মাওলানা মো. মাহবুবুর রহমান।
১৪ সদস্যের একটি মেডিকেল টিম দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা এক হাজারের বেশি রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এছাড়াও ক্যাম্প চলাকালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান।