শাজাহানপুরে বীরগ্রাম বাজার বণিক সমিতির নির্বাচনে নেতৃত্বে এলেন দেলোয়ার, আরমান ও বোরহান

print news

এস এম সালমান হৃদয়, বগুড়া

Img

বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজার প্রত্যাশা পাবলিক মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বীরগ্রাম বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে অংশ নেন বাজারের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ভোটাররা।

সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মোঃ দেলোয়ার হোসেন সোহান (মোটরসাইকেল) সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অন্য দুই প্রার্থী ছিলেন ডা. মোঃ নজরুল ইসলাম (দেওয়াল ঘড়ি) এবং মোঃ বেনজির ইসলাম নয়ন (ছাতা)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। এতে মোঃ আরমান হোসেন রকি (হাত-পাখা) জয়লাভ করেন। অন্য প্রার্থীরা ছিলেন মোঃ বাবলু মন্ডল (গোলাপ ফুল), মোঃ মোমিন হোসেন (তালা), মোঃ আব্দুল্লাহ আল মারুফ (বই) এবং মোঃ মোতাহার হোসেন (ফুটবল)।

ক্যাশিয়ার পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ী হন মোঃ বোরহান উদ্দিন ফকির (মোড়গ)। অপর প্রার্থী ছিলেন মোঃ ফুয়াদ জায়দার (হাতি)।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল মতিন মাহমুদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহজাহানপুর থানার এসআই মোস্তফা ও খরনা ইউনিয়নের গ্রাম পুলিশ মাঠে কাজ করে।

ভোটগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাজারের ব্যবসায়ী, স্থানীয় সুধীজন এবং সাংবাদিকবৃন্দ নির্বাচন প্রত্যক্ষ করেন। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়ায় প্রার্থী ও ভোটাররা সন্তোষ প্রকাশ করেন এবং বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *