
এস এম সালমান হৃদয়, বগুড়া

দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পত্রিকার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রতন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সৈয়দ রায়হান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রযুক্তি দলের সভাপতি এসএম নূহের মাহমুদ তামাল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা আক্তার সবুজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক এস এম সালমান হৃদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, ওমর ফারুক, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সংবাদকর্মীরা।
অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।